সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক: মেয়র শাহাদাত – Chittagong News

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক: মেয়র শাহাদাত – Chittagong News

বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন৷ 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সাথে ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কর্মকর্তারা।

মেয়র বলেন, বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক। বিভিন্ন দোকান, বিভিন্ন শপিং সেন্টারগুলো দেখা যাচ্ছে ইংরেজি নামফলক।

যেহেতু সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দেয় সেহেতু এসব বাংলা ভাষায় যাতে করা যায় এ ধরনের একটা উদ্যোগ আমরা নিতে পারি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলার মঞ্চে আলোচনা সভা হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts