সরেজমিনে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুসন্ধান কমিটি, আরেক উপজেলায় উপসর্গের রোগী

সরেজমিনে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুসন্ধান কমিটি, আরেক উপজেলায় উপসর্গের রোগী

অনুসন্ধান কমিটির আহ্বায়ক মো. বয়জার রহমান প্রথম আলোকে বলেন, সংগৃহীত ১১টি গবাদিপশুর নমুনার মধ্যে ১০টির অ্যানথ্রাক্স পজিটিভ পাওয়া গেছে। তাঁরা ঘাস ও মাটির নমুনা নিয়েছেন। সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তিনি বলেন, অ্যানথ্রাক্স সংক্রমণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি সুপারিশ করা হবে।

প্রতিনিধিদলের সদস্যরা বলছেন, জাতীয় চাহিদা অনুযায়ী গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়। অ্যানথ্রাক্স আক্রান্ত হলে তাঁরা রিং মডেলের ভিত্তিতে টিকাদান কর্মসূচি চালান। অর্থাৎ যেসব এলাকায় অ্যানথ্রাক্সের সংক্রমণ পাওয়া যায়, ওই এলাকা ও চারপাশে দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। কিন্তু গত সময়ে সিরাজগঞ্জ ছাড়া এত বিস্তৃত আকারে অ্যানথ্রাক্স ছড়ায়নি। তাই আক্রান্ত এলাকাগুলোর সব গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Explore More Districts