সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে বৃদ্ধার মৃত্যু

সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে বৃদ্ধার মৃত্যু

সরিষাবাড়ীতে মাথায় কাঁঠাল পড়ে বৃদ্ধার মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল পাড়ার সময় মাথায় পড়ে সুন্দরী বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) সকালে উপজেলার ডোয়াইল হউনিয়নের ডোয়াইল আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বুধবার সকালে ডোয়াইল আকন্দপাড়া গ্রামের আলহাজের ছেলে নাঈমকে বৃদ্ধা সুন্দরী বেওয়া বাড়ীতে থাকা গাছে কাঁঠাল পাড়তে তুলে দেয়। এসময় বৃদ্ধা সুন্দরী বেওয়া গাছের নিচে দাঁড়িয়ে থাকে। গাছ বৃষ্টিতে পিচ্ছিল হওয়ায় কাঁঠাল হাত থেকে ফসকে বৃদ্ধার মাথার উপর পরে যায়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বলেন, আমি বিষয়টি শুনেছি।

এমএইচ

Explore More Districts