সরকার দেশের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সরকার দেশের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সরকার দেশের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে কাজ করে যাচ্ছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দৈনিকসিলেট ডেস্ক :: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বাউল সম্রাট শাহ আব্দুল করিম সারা দেশের গৌরব। তার কালজয়ী সংগীত সারা বিশ্বের বুকে আমাদের দেশকে পরিচয় করে দিয়েছে। আমাদের দেশের লোক সংস্কৃতিকে তিনি সমৃদ্ধ করেছেন। বাউল সম্রাটের স্মৃত কে বাঁচিয়ে রাখতে আমাদের সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষা সংস্কৃতির উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। বাউল সম্রাটের স্মৃতি ধরে রাখতে যা প্রয়োজন সবই আমরা করে যাবো।

শনিবার বিকেলে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের উজান ধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপসচিব আলতাফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এডভোকেট দেব দাস চৌধুরী রঞ্জন প্রমুখ।

ডিএস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Explore More Districts