স্টাফ রিপোর্টার: আজ শনিবার গাজীপুর -০৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি লায়ন সরকার জাবেদ আহমেদ সুমন এর সার্বিক ব্যবস্থাপনায় লায়ন্স ক্লাব অব ঢাকা ডায়নামিক সিটির উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আজ শনিবার সকাল ৯.০০ থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে এই চিকিৎসা শিবির চলে।
উক্ত চিকিৎসা শিবিরে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা ও ছানী অপারেশন সহ লেন্স এবং ঔষধ প্রদান করা হয়। অন্যান্য রোগের প্রাথমিক চিকিৎসা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
চক্ষু শিবিরে সব ধরনের চক্ষু রোগীকে পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।
চক্ষু রোগীদের পরীক্ষা করে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।কেবলমাত্র ক্যাটারেক্ট রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করে লেন্স সংযোজন করা হবে।অপারেশন করা রোগীদের বিনামূল্যে খাবার সহ কালো চশমা ফ্রি প্রদান করা হবে।
বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা- ৩১৫ বি-১ এর জেলা গর্ভনর ডঃ একেএম সারওয়ার জাহান জামিল,ভাইস জেলা গর্ভনর ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার, কেবিনেট সেক্রেটারী তানভীর আহম্মেদ,লায়ন সেবা মাসের চেয়ারম্যন মীর শফিকুল ইসলাম কনক, ক্লাব পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাজিম উদ্দীন আহম্মেদ আহমেদ, বর্তমান সভাপতি সরকার জাবেদ আহম্মেদ সুমন,সদ্য প্রাক্তন সভাপতি মহিউদ্দীন খান সেলিম প্রমুখ।
সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা শিবিরের পরিচালনায় ছিলেন ডাঃ নাজিম উদ্দিন আহমেদ উপদেষ্টা, ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি লায়ন্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি জেলা: ৩১৫ বি১ বাংলাদেশ,সরকার জাবেদ আহমেদ সুমন চেয়ারম্যান ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি লায়ন্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি জেলা: ৩১৫ বি১ বাংলাদেশ, মোঃ পলাশ মিয়া সহ-সভাপতি ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি লায়ন্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি জেলা: ৩১৫ বি১ বাংলাদেশ এবং ডাঃ নাজনিন আহমেদ শায়লা সদস্য সচিব ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস মাস কমিটি, লায়ন্স ক্লাব অফ ঢাকা ডায়নামিক সিটি জেলা: ৩১৫ বি১ বাংলাদেশ।


