কোভিড – ১৯ মোকাবেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন অব্যাহত রাখার লক্ষে হবিগঞ্জ জেলায় টহল এবং ভ্রাম্যমাণ আদালত অব্যাহত ছিল। এসময় বিভিন্ন অপরাধে মামলা ও জরিমানা আদায় করা হয়।
আজ শনিবার (৭ আগস্ট) জেলা শহর এবং উপজেলাসহ মোট ১১টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন।
এদিকে শনিবার জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, বিকাল ৪টা পর্যন্ত ১১টি মোবাইল টিম বিভিন্ন অপরাধে ৫২ জন ব্যক্তির কাছ থেকে মোট ৩৯ হাজার ৪০০ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এসময় সকলকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সার্বক্ষণিক মাক্স পরিধান করার জন্য অনুরোধ করা হয়।