সরকারী নির্দেশনা না মানায় কাউনিয়ায় ব্যবসায়ীসহ ২৩ জনের জরিমানা
কাউনিয়া উপজেলায় করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নির্দেশনা অমান্য করে ও স্বাস্থ্যবিধি না মানায় দোকান খোলা রাখার দায়ে ব্যবসায়ী এবং পথচারীসহ ২৩ জনের ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ও শুক্রবার টেপামধুপুর বাজার, হলদিবাড়ি রেলগেট, বেইলী ব্রীজ, মীরবাগ, নতুন বাজার, সারাই বাজার সহ বিভিন্ন হাট-বাজারে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাহমিনা তারিন এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের তত্ত্বাবধানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণকল্পে অভিযান পরিচালনাকালে এসব জরিমানা আদায় করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহায়তা করে সেনাবাহিনীর একটি টিম ও থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা তারিন বলেন, সংক্রমণের হার কমাতে সরকার যে বিধিনিষেধ দিয়েছে, সেগুলো বাস্তবায়নে আমরা কাজ করছি। তিনি বলেন সরকারি নির্দেশনা অমান্যকারী ব্যবসায়ী এবং মাক্স পরিধান না করে বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান বলেন, ‘করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি নির্দেশনা যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করনে উপজেলা প্রশাসন কর্তৃক মানুষদের সচেতন করা সহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, বিকেল পাঁচটার পর ঔষধের দোকান ব্যতীত অন্য কোন দোকানপাট খোলা রাখা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য কারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।