- নারায়ণগঞ্জ, শহর
- নারায়ণগঞ্জে আদালতে সাবেক প্রতিমন্ত্রী পলক
সয়াবিন উধাও, চাল ও লেবুর দাম আকাশচুম্বী
- আপডেট টাইম : মার্চ, ৫, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
- 19 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:
এ যেনো মগের মুল্লুক । নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য রমজান আসলেই বেশামাল হয়ে যায়। ব্যাবসায়ীরা বাড়তি লাভের আশায় পন্য সামগ্রীর দাম সিন্ডিকেট করে বাড়িয়ে দেয়। তবে ২০২৫ সালের বাজার কিছুটা ক্রেতাদের সাধ্যের মধ্যে থাকলেও বাড়িতি চালের দাম । ভোজ্য তেল অর্থাৎ সয়াবিন তেলের বোতল বাজার থেকে উধাও হয়ে গেছে। যদিও তেলের দামও আকাশচুম্বী। এদিকে কাচাঁ বাজারে সবজির দাম কিছুটা স্বস্তি থাকলেও রমজান উপলক্ষে বেড়েছে লেবু, বেগুন, শশা, কড়লা,সিম ও পোটলের দাম। লেবু প্রকার ভেদে বিক্রি হচ্ছে হালি প্রতি ৮০ টাকা থেকে ২০০ টাকা দরে। বেগুন প্রকার ভেদে ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কড়লাও কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। পোটলও ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে। কিছুটা বেড়েছে সিম সহ অন্যান্য সবজির দামও। এদিকে চালের বস্তায় বেড়েছে ৪০০ থেকে ৫০০ টাকা। ভোজ্য তেল কিছুটা পাওয়া গেলেও ২৩০-২৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছে। অপরদিকে ফলের বাজারে আগুন লেগেছে। রমজানকে ঘিরে বিভিন্ন ফলের দাম বেড়েছে দেড় গুন। ৩৫০ টাকার উপরে বেশিরভাগ ফল বাজারে বিক্রি করতে দেখা গেছে। তবে আলু, পিয়াজ ,আদা ও রশুনের বাজার রয়েছে একেবারে স্বাভাবিক।
ক্রেতারা বলছে, রমজান মাসে পৃথিবীর সব দেশের ব্যাবসায়ীরা দাম কমিয়ে দেয়। আর রমজান আসলে বাংলাদেশে পেন্যের দাম দ্বিগুন করে দেয় ব্যাবসায়ী সিন্ডিকেট। রমজান মাস আসলে লোক দেখানো কিছু অভিযান করে দেখায় সরকারি কিছু আমলা। কিন্ত কাজের কাজ কিছুই হয় না বলেও দাবী করেন তারা।
এ বিষয়ে বানিজ্য উপদেষ্টা বলেছেন, বাজার দর নিয়ন্ত্রনে রাখতে কাজ করে যাচ্ছেন তার মন্ত্রনালয়। এমনকি প্রত্যেক জেলায় নিত্যপন্যের বাজার মনিটরিং করার জন্য নিরদেশনা দেয়া হয়েছে বলেও এক বিবৃতিতে তিনি জানান।
এদিকে নারায়নগঞ্জ জেলা প্রশাসক ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রন রাখতে করেছেন মতবিনিময়ও। শহরের বাজারগুলোতে বেশ কয়েকটি মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখো গেছে।