সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিবে সরকার

সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা দিবে সরকার

সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

JulyJuly

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির মিটিং শেষে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়ে একটি কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিবে।

আজকের সভায় রুটিন আলাপ ছাড়াও আগামী নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিসহ জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং লুট হওয়া অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে।

ফুসফুস ক্যানসারের ব্যতিক্রমী ৭ লক্ষণ

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে। জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে জনগণের সার্বিক সহায়তা পাবো বলে আশা করি। হাদিকে হামলার আসামি ধরার প্রক্রিয়া চলমান, আশা করি দ্রুত ধরতে পারবো।

Explore More Districts