সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের নতুন কমিটিতে লক্ষ্মীপুরের রাজু ও হাবিবুর

সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের নতুন কমিটিতে লক্ষ্মীপুরের রাজু ও হাবিবুর

সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের নতুন কমিটিতে লক্ষ্মীপুরের রাজু ও হাবিবুর

নিজস্ব প্রতিনিধি | ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন,  ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের নবগঠিত ৫১ সদস্যদের কমিটিতে লক্ষ্মীপুরের ২ প্রকৌশলী যুক্ত হয়েছেন।  লক্ষ্মীপুর জেলা শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাজুকে কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং সদস্য সচিব হাবিবুর রহমানকে কেন্দ্রেীয় কমিটির কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন।

মঙ্গলবার (১লা জুলাই) সম্মিলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ এর উপদেষ্টা এ কে এম শহিদুল ইসলাম চৌধুরী ৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন। 

এসময় সংগঠনের নতুন নেতৃত্ব যৌথ ঘোষণায় বলেন, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই শ্লোগানকে ধারণ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়, সামাজিক মর্যাদা এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নবগঠিত কমিটি পূর্বের ন্যায় সর্বোচ্চ ভূমিকা পালন করার চেষ্টা করবে। সেই সাথে, কেন্দ্রীয় সংসদের দিক নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর জেলা ইউনিটকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ইউনিট হিসেবে উপহার দেয়ার প্রতিশ্রুতিও ব্যাক্ত করেন।

Explore More Districts