রবিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন।
বার্তায় পুলিশ, রাঙ্গামাটি সমগ্র বাংলাদেশের কাছে সম্প্রীতির প্রতীক। এই অমূল্য অর্জন যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে আমাদের সবাইকে সর্বদা সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, খাগড়াছড়ির যেকোনো ইস্যুকে কেন্দ্র করে যাতে কেউ রাঙ্গামাটিতে বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করতে না পারে, সেদিকে সবার নজর রাখতে হবে। “আমরা—বাঙালি ও পাহাড়ি—সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অশুভ শক্তি কখনো সফল হতে পারবে না।”
এতে আরও বলা হয়, এ মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব চলছে। এ সময়ে কোনো অপশক্তি যাতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সর্বস্তরের জনগণকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রইল।
রাঙ্গামাটির শান্ত-স্নিগ্ধ পরিবেশ, সৌহার্দ্য ও সম্প্রীতি আমাদের গর্ব। আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে এই পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য।
চলুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে রাঙ্গামাটিকে সম্প্রীতির সর্বশ্রেষ্ঠ জেলার মর্যাদা ধরে রাখি।