‘সম্পদশালীরা নিয়মিত যাকাত দিলে দেশে দারিদ্র থাকবেনা’

‘সম্পদশালীরা নিয়মিত যাকাত দিলে দেশে দারিদ্র থাকবেনা’

‘সকল সম্পদশালী ব্যক্তি যদি নিয়মিত যাকাত দেন, তাহলে আগামী পাঁচ বছরে বাংলাদেশে দারিদ্র্য থাকবে না’- এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

রোববার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে মহানগর জামায়াত আয়োজিত ‘বাংলাদেশে যাকাত-ওশর আদায় ও বণ্টন: অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ধনী ব্যক্তিরা তাদের সম্পদের প্রকৃত ফায়দা তখনই পাবেন, যখন ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবেন। শুধু যাকাত প্রদান করলেই সমাজের সকল সমস্যা সমাধান হবে না, ইসলামের অন্যান্য মৌলিক বিধানও মেনে চলতে হবে। কুরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি সৎ ও মানবিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, প্রচলিত পুঁজিবাদী ও তথাকথিত ধর্মনিরপেক্ষ ব্যবস্থার কারণে সমাজে বৈষম্য, শোষণ ও বঞ্চনা বেড়েছে। অথচ যাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করা হলে সমাজের শোষণ ও দারিদ্র্য দূর হবে এবং ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী।

এছাড়া বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ, আরবি বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ এবং মুহাম্মদ নজরুল ইসলাম।

Explore More Districts