সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের ৫৩ জন আটক – News Tangail

সমাবেশে যাওয়ার পথে টাঙ্গাইলে অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের ৫৩ জন আটক – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের ১৩ জনকে আটক করেছে টাঙ্গাইলের ভুঞাপুর থানা পুলিশ। এ ছাড়াও জেলার মধুপুরে একটি বাস থেকে আরও ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ভুঞাপুর বাসস্ট্যান্ড থেকে ওই ১৩ জনকে আটক করে পুলিশ। এ সময় কালো রঙের একটি হাইয়েস (মাইক্রোবাস) জব্দ করা হয়।

অপরদিকে, বিকালে সাভার থেকে জামালপুর যাওয়ার সময় মধুপুর থেকে একটি বাসে থাকা ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ভূঞাপুরে আটককৃতরা হলেন- জেলার গোপালপুর উপজেলার নারচি গ্রামের দানেজ আলীর ছেলে আব্দুর রশিদ, একই উপজেলার বনমালী গ্রামের আব্দুল মান্নানে ছেলে জয়নাল হোসেন ও আইয়ুব নবীর স্ত্রী নাজমা বেগম, শিমলাপাগা গ্রামের খলিলুর রহসানের স্ত্রী শিল্পী, গোপালপুরের আব্দুল কাদেরের স্ত্রী সামীরন, নারচি গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী হাফিজা, ভূঞাপুর উপজেলার চর ভরুয়া গ্রামের বসা শেখের ছেলে মহির উদ্দিন, জামালের ছেলে খায়রুল, মজু মিয়ার ছেলে সাগর, বসা শেখের ছেলে আব্দুস সামাদ, মৃত চান মিঞার ছেলে মোতালেব, মৃত মিনহাজ মিয়ার ছেলে ঠান্ডু ও জুয়েল মিয়ার স্ত্রী রহিমা বেগম।

জানা যায়, ‘অহিংস আন্দোলন বাংলাদেশ’ নামের একটি সংগঠন বিনা সুদে ১ লাখ থেকে ১ কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে সকালে ঢাকায় সমাবেশে যাচ্ছিল। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এতে জব্দ করা হয় তাদের ব্যবহৃত গাড়িটি। এর আগে গত রবিবার রাতে দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও লিফলেট পাওয়া যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে বিকালে জেলার মধুপুরে একটি বাস থেকে নারী ও পুরুষসহ ৪০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা ভোরে জামালপুর থেকে ওই বাসে ঢাকায় সমাবেশে যোগদান করার জন্য গিয়েছিল।

এ বিষয়ে মধুপুর অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বলেন, ওই বাসে থাকা ৪০ জন ভোরে জামালপুর থেকে ঢাকায় যাওয়ার জন্য রওনা হয়েছিল ১ লাখ টাকা দেবে মর্মে। যে ব্যক্তির মাধ্যমে ঢাকায় যাচ্ছিল সাভারের নবীনগরে যাওয়ার পর ওই ব্যক্তির নম্বর বন্ধ থাকায় তারা আর ঢাকায় যায়নি। পরে তারা নবীনগরে স্মৃতিসৌধে ঘুরে জামালপুরে ফেরার পথে মধুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts