বিশেষ প্রতিবেদক।
ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আলীপুর মহল্লার বাসিন্দা মরহুম এস এ মান্নান এর ৩২ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে পালন করা হয়েছে। মরহুমের নামে প্রতিষ্ঠিত দক্ষিনাঞ্চলের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান এস এ মান্নান কাডেট স্কুল এন্ড কলেজ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে এস এ মান্নান কাডেট স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে কোরআন তেলওয়াত, হামদ, নাত ও গজল পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা। পরে মরহুমের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করা হয়। এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা, মরহুমের কনিষ্ঠপুত্র শেখ সাইফুল ইসলাম অহিদ এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এরপর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দুপুরে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা আলীপুর কবরস্থানে গিয়ে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেখানে চির নিদ্রায় শায়িত এস এ মান্নানসহ সকল কবরবাসীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া পরিবারের পক্ষ থেকে বাদ আসর আলীপুর গোরস্থান জামে মসজিদের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।