সময় চিরন্তন, ঐশ্বরিক এবং সর্বশক্তিমান- যা শুধু মানুষের জীবনে দিয়ে চলে – DesheBideshe

সময় চিরন্তন, ঐশ্বরিক এবং সর্বশক্তিমান- যা শুধু মানুষের জীবনে দিয়ে চলে – DesheBideshe

সময় চিরন্তন, ঐশ্বরিক এবং সর্বশক্তিমান- যা শুধু মানুষের জীবনে দিয়ে চলে – DesheBideshe

মুম্বাই ০১ সেপ্টেম্বর – কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তার ব্লগে সময় বা কাল নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। তার মতে, সময় চিরন্তন, ঐশ্বরিক এবং সর্বশক্তিমান— যা শুধু মানুষের জীবনে দিয়ে চলে।

সময়ের হাত ধরেই মানুষের জীবনের প্রতিটি অভিজ্ঞতা রূপ পায় বলে অভিমত বিগ বি-র। নিজের ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘সময় ধীরে ধীরে সব শুদ্ধ করে দেয়। এর কোনও অবসর নেই, এই প্রক্রিয়া চিরন্তন।’

‘আমরা চাই বা না-চাই, সময় আমাদের দিয়ে চলে, আবার যেটা চাই না সেটাও দিয়ে ফেলে।’ তার মতে, প্রকৃত জীবন ক্ষণস্থায়ী, মিনিটে তার পরিমাপ সম্ভব নয়, বরং তা চিরস্থায়ী সত্তার অনুভব।

অমিতাভ আরও লিখেছেন, ‘সময়ই সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিশ্চিত করে আর হিসাব রাখে। আর শেষ পর্যন্ত সময়ই আমাদের উজাড় করে সব কিছু দেয়। সেই দান সঠিক পথে ব্যবহৃত হবে, না কি নষ্ট হবে তা পুরোটাই থাকে মানুষের হাতে।’

এদিকে অমিতাভ বচ্চনের সঞ্চালনায় চলছে জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজন। শাহরুখ খানের সঞ্চালনায় একটি সিজন বাদ দিলে এই অনুষ্ঠানের প্রত্যেক সিজনেরই সঞ্চালক অমিতাভ।

এনএন



Explore More Districts