১২ July ২০২৫ Saturday ৭:৫২:৩৫ PM | ![]() ![]() ![]() ![]() |
কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন

সৈয়দ রাসেল, কলাপাড়াঃ তৃণমূলে তরুণ সাংবাদিকদের নিয়ে এলাকার উন্নয়ন ও সমাজে ব্যাপক পরিবর্তনের প্রত্যয়ে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) রাত আটটায় প্রেসক্লাব’র ইঞ্জিঃ মোঃ তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত কমিটির সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু (প্রথম আলো), সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু (দৈনিক বাংলাদেশ বানী) ও সাধারণ সম্পাদক অমল মুখার্জী (দৈনিক যুগান্তর)।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন টুকু (দৈনিক চৌকস), অর্থ সম্পাদক মো শরিফুল হক শাহীন (দৈনিক মানবজমিন), দপ্তর সম্পাদক মো জসীম পারভেজ (দৈনিক কালের কন্ঠ), সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো নুরুল কবির ঝুনু (আমাদের বরিশাল), ১ নং সদস্য শামসুল আলম (দৈনিক রুপান্তর), ২ নং সদস্য মো হুমায়ুন কবির (দৈনিক পরিবর্তন), ৩ নং সদস্য মোহসীন পারভেজ (দৈনিক ইত্তেফাক) ও ৪ নং সদস্য মো এনামুল হক (দৈনিক মতবাদ)।
কলাপাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু বলেন, সঠিক তথ্যপ্রবাহ ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলে তরুণ সাংবাদিকতায় যারা কাজ করে তাদেরকে নিয়ে এলাকার উন্নয়ন ও সমাজে ব্যাপক পরিবর্তন আনবো। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্জ এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা বিএনপি, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক আলহাজ্ব মো.মনিরুজ্জামান মনির, উপজেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, কলাপাড়া পৌরশহর ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরাম, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেড, কুয়াকাটা প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কলাপাড়া পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কলাপাড়া নাগরিক সমাজ, বাউল সংঘ ও আমরা কলাপাড়াবাসীসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |