সব সময়ই মেসিকে বল দেয়া জরুরি নয়: ডি মারিয়া

সব সময়ই মেসিকে বল দেয়া জরুরি নয়: ডি মারিয়া

ছবি: সংগ্রহীত

কাতার বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪ দিন বাকি। এবারের আসরে অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। কারণ, টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। আর্জেন্টিনা দল সবসময়ই মেসি নির্ভর এবং দলের সবাই মেসিকে বল দেয়ার জন্য মুখিয়ে থাকে। এমন মন্তব্য মানতে নারাজ দলটির উইঙ্গার অ্যাঞ্জেল ডি’মারিয়ার। মেসিকে মাঠের খেলায় সবসময় সাহায্য করতে মুখিয়ে থাকলেও সবসময় মেসিকে বল দেয়ার ব্যাপারে ভিন্নমত তার।

২৮ বছর পর কোপা আমেরিকা জয়ের মাধ্যমে শিরোপা খরা কাটায় আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। সে ম্যাচে আকাশী-সাদা জার্সিতে দলের একমাত্র গোলটি করেছিলেন এ আর্জেন্টাইন উইঙ্গার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, মাঠে মেসির সঙ্গে লেগে থাকার চেষ্টা করি। তাকেই খুঁজি। তবে সব সময়ই মেসিকে বল দেয়া জরুরি নয়। কখন তাকে বল দিতে হবে সেটা ভাবতে হবে। সে যদিও ভিনগ্রহের, তারপরও মাঝে মাঝে অন্য সিদ্ধান্তও নিতে হবে।

রোজারিওতে জন্ম নেয়া ডি মারিয়া আর্জেন্টিনার জাতীয় দল ছাড়াও ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ, ম্যানচেষ্টার ইউনাইটেড, জুভেন্টাস, পিএসজির মতো বড় দলগুলোর হয়ে মাঠ মাতিয়েছেন।

বুধবার (২৩ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

/আরআইএম

Explore More Districts