মস্কো, ০৩ জুলাই – সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়াতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদনকারী দেশ রাশিয়া। দেশটির শিল্প ও বাণিজ্যবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী আন্তন আলিখানোভ এই ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় দেওয়া এক বক্তব্যে আলিখানোভ বলেছেন, আমাদের সব অস্ত্র কারখানা উৎপাদনের মধ্যে আছে। সম্প্রতি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি রাষ্ট্রীয় অস্ত্র নির্মাণ কর্মসূচি প্রকল্পকে আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন। তার সেই পরামর্শকে আমলে নিয়েই শিল্প ও বাণিজ্যবিষয়ক মন্ত্রণালয় সব ধরনের যুদ্ধাস্ত্রের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি সুইডেনভিত্তিক থিঙ্ক ট্যাংক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) এক প্রতিবেদনে উল্লেখ করেছে, যুদ্ধাস্ত্র উৎপাদনে এই মূহূর্তে বিশ্বে তৃতীয় স্থানে আছে রাশিয়া। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
প্রসঙ্গত, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর আকারও অনেক বড়। বিশাল এই প্রতিরক্ষা বাহিনীর জন্য রাশিয়াকে এমনিতেই বিপুল পরিমাণে যুদ্ধাস্ত্র তৈরি করতে হয়। গত তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধও দেশটিতে অস্ত্র উৎপাদন বাড়ানোর একটি কারণ।
এছাড়া নিজেদের চাহিদা মিটিয়ে অন্যান্য দেশের কাছেও যুদ্ধাস্ত্র বিক্রি করে রাশিয়া। রুশ যুদ্ধাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা ভারত। এছাড়া চীন, মিসর, আলজেরিয়া, ভিয়েতনামসহ বিশ্বের অন্তত ১০টি দেশ তাদের অধিকাংশ যুদ্ধাস্ত্র কেনে রাশিয়া থেকে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৩ জুলাই ২০২৫