সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানে আকাশসীমা বন্ধ ঘোষণা – DesheBideshe

সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানে আকাশসীমা বন্ধ ঘোষণা – DesheBideshe



সব ধরনের ফ্লাইটের জন্য পাকিস্তানে আকাশসীমা বন্ধ ঘোষণা – DesheBideshe

ইসলামাবাদ, ১০ মে – সব ধরনের ফ্লাইটের জন্য আকাশসীমা বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১১ মে) দুপুর ১২টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা সব ধরনের ফ্লাইটের জন্য বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করার যেকোনো সিদ্ধান্ত পরিবর্তিত পরিস্থিতির ওপর নির্ভর করবে।

এ ছাড়া যাত্রীদের সর্বশেষ ভ্রমণ আপডেট পেতে এবং অপ্রয়োজনীয় অসুবিধা এড়াতে তাদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। এ ছাড়া প্রতিদিনই চলে দুদেশের সীমান্তে গোলাগুলি। এরপর শনিবার (১০ মে) ভোরে ভারতে সামরিক হামলা ‘বুনিয়ান মারসুস’ চালায় পাকিস্তান।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ মে ২০২৫



Explore More Districts