আগামী রোববার পবিত্র ঈদুল আজহা। অন্যান্য বারের মতো এবারও নির্ধারিত সময় অর্থাৎ গতকাল বৃহস্পতিবারের মধ্যে বেতন–ভাতা পরিশোধ করেননি পোশাকশিল্পের কিছু মালিক। তাই আজ শুক্র ও কাল শনিবারও বেতন–ভাতার জন্য শ্রমিকদের অপেক্ষা করতে হবে। তারপর ঈদের ছুটিতে বাড়ির পথ ধরবেন তাঁরা।
আশুলিয়া-সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা ও কুমিল্লায় ৯ হাজার ১৭৬টি শিল্পকারখানা রয়েছে। তার মধ্যে তৈরি পোশাক ও বস্ত্র কারখানা ২ হাজার ৬৮৮টির মতো। শিল্প পুলিশের তদারকিতে এসব কারখানা রয়েছে। শিল্প পুলিশের তদারকির বাইরে ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার শিল্পকারখানা রয়েছে।
শিল্প পুলিশের একজন ঊধ্বর্তন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ৫৬ দশমিক ৫৬ শতাংশ শিল্পকারখানা জুন মাসের বেতন পরিশোধ করেছে। আর বোনাস পরিশোধ করেছে ৮৪ দশমিক ৩৪ শতাংশ কারখানা। রাতের মধ্যে আরও অনেক কারখানা বোনাস পরিশোধ করবে। তবে কিছু কারখানা ঈদের পর জুন মাসের বেতন দেওয়ার বিষয়ে শ্রমিকপক্ষের সঙ্গে সমঝোতা করে নিয়েছে।