‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব’

‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব’

সারাদেশের ন্যায় সিলেটেও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা। এই মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশ ও সমাজের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব”।

ইসকন সিলেট মন্দিরের আয়োজনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য রথযাত্রায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ হাজারো ভক্ত ও দর্শনার্থী।

ইসকন সিলেট আয়োজিত রথযাত্রার মূল মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, “আমি সব সময় মানবতার সেবায় পাশে ছিলাম এবং থাকবো। ইসকনের মতো সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে পারা আমার জন্য সৌভাগ্যের”।

‘সবাই মিলে একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন করা সম্ভব’

 

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, সিলেটের হিন্দু কল্যাণ ট্রাস্টি সুদিপ রঞ্জন সেন বাপ্পু, ইসকন সিলেটের সাধরণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, বুদ্ধি গৌর দাস অধিকারীসহ অন্যান্য ভক্তবৃন্দ।

আলোচনা সভা শেষে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “রথযাত্রার মতো উৎসব আমাদের ধর্মীয় ও সামাজিক ঐক্যকে দৃঢ় করে। ইসকন মন্দির শুধু ধর্মীয় কাজেই নয়,সমাজের কল্যাণেও অগ্রণী ভূমিকা রাখছে।

এ বছরের রথযাত্রার নির্ধারিত রুট ছিল ইসকন মন্দির রিকাবীবাজার, চৌহাট্টা,জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, রিকাবীবাজার, ইসকন মন্দির।

 

বেলা ৩টায় রথযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে ভক্তরা শঙ্খ, ঢোল ও কীর্তনের মাধ্যমে পরিবেশ মাতিয়ে তোলেন। সড়কের দুই পাশে হাজার-হাজার মানুষ দাঁড়িয়ে ছিলেন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথের দর্শনের আশায়।

উল্লেখ্য, ইসকন মন্দিরে এই রথযাত্রা উপলক্ষে ৯ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

ডিএস/আরএ

Explore More Districts