সবাই ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে – দৈনিক আজাদী

সবাই ঐক্যবদ্ধ থাকলে নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে – দৈনিক আজাদী

ধানের শীষ’কে স্বাধীনতা, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতীক বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপি’কে ক্ষমতায় আনতে হবে। ব্যক্তির চাইতে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে।

তিনি গতকাল শুক্রবার বিকেল নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চট্টগ্রাম৯ আসনের অন্তর্ভুক্ত ১৪টি ওয়ার্ডের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আসনটির বিএনপি প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে এ সমন্বয় সভা আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। প্রধান বক্তা ছিলেন আবু সুফিয়ান। সঞ্চালনা করেন নগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন।

আবু সুফিয়ানকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসবেন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও সঠিক পথে এগিয়ে যাবে। তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আবু সুফিয়ান বলেন, আমাকে চট্টগ্রাম৯ আসনে মনোনয়ন দেওয়ার পর থেকে এই এলাকার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই আসনের সবাই আমার প্রাণের সহযোদ্ধা, কারো প্রতি আমার রাগ বিরাগের কোন কারণ নেই। আমি সবাইকে নিয়ে কাজ করবো। আপনাদের সাথে নিয়ে আমরা চট্টগ্রাম৯ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। এখন থেকেই ওয়ার্ড, ইউনিট পর্যায়ে কাজ শুরু করে দিতে হবে। আবুল হাশেম বক্কর বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এর দাতভাঙ্গা জবাব দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি চট্টগ্রাম৯ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন উল্লেখ করে বলেন, আপনারা আমাকে সমর্থন দিয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। দল যে সিদ্ধান্ত দিয়েছেন তাকে আমি সম্মান করি।

নাজিমুর রহমান বলেন, এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আগামী নির্বাচনেও জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে। এদেশে বিএনপিই একমাত্র দল যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মুবিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, মো. মহসিন, খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, একে খান, মাহবুব রানা, মো. ইসমাইল বালি।

Explore More Districts