সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঢাকা বার কাউন্সিলের সেকশন অফিসার অ্যাডভোকেট আলমগীর হোসেন

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঢাকা বার কাউন্সিলের সেকশন অফিসার অ্যাডভোকেট আলমগীর হোসেন

৮ September ২০২৫ Monday ৩:৩৫:৪৯ PM

Print this E-mail this


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন ঢাকা বার কাউন্সিলের সেকশন অফিসার অ্যাডভোকেট আলমগীর হোসেন

ঢাকা বার কাউন্সিলের সেকশন অফিসার ও বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন (৫২) আর নেই। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না…..রাজিউন)। সম্প্রতি তার দাঁত তোলার পরে সেখানে ক্ষতের সৃষ্টি হয়ে টনসিলে সমস্যা হওয়াসহ তিনি ডায়বেটিস রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম অ্যাডভোকেট আলমগীর হোসেন বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়নের উদয়কাঠী গ্রামের প্রয়াত পল্লী চিকিৎসক মো. জয়নুল আবেদীনের ছেলে। ওই দিন (শনিবার) বাদ আসর ঢাকার মধ্য বাড্ডা আদর্শনগর জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পূর্ব বাড্ডা গোরস্থানে তার মরদেহ চির নিন্দ্রায় শায়িত করা হয়। 

এদিকে সদালপী,মিষ্টভাষী, হাসোজ্জ্বল মেধাবী আইনজীবী আলমগীর হোসেনের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার

পাল্টেছে ইলিশের মৌসুম, দাবি জেলেদের

বরিশাল ক্যান্সার হাসপাতাল: দুই দফায় মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ

এমপি হওয়ার দৌড়ে বরিশাল বিভাগের ১৯ সাবেক ছাত্রনেতা !

বরিশাল শিশু হাসপাতাল নির্ধারিত সময়ে চালু নিয়ে সংশয়

Explore More Districts