সন্ধ্যায় সারা দিনের খবর

সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের অর্থনীতিতে ইতিমধ্যেই নানা প্রভাব পড়তে শুরু করেছে। এর নানামুখী প্রতিক্রিয়া নিয়ে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রের একাধিক প্রতিবেদন হয়েছে আজ। এর মধ্যে তেলের দাম কমা এবং বাংলাদেশের এর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদনটি করা প্রতিবেদনটিতে পাঠকের সাড়া মিলেছে ভালো।

দেশের বিশিষ্টজনেরা শুল্ক আরোপের ফলে অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে কথা বলেছেন রাজধানীর এক অনুষ্ঠানে।

এ ছাড়া জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলোয় প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

Explore More Districts