সন্দ্বীপে ৩৪০টি ঘর হস্তান্তর করল নৌবাহিনী – Chittagong News

সন্দ্বীপে ৩৪০টি ঘর হস্তান্তর করল নৌবাহিনী – Chittagong News

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উড়িরচরে গৃহহীন ও ছিন্নমূল মানুষের জন্য নির্মিত ৬৮টি পাকা ব্যারাক স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের প্রত্যক্ষ দিকনির্দেশনা এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ব্যারাক হাউজগুলো নির্মাণ করেছে নৌবাহিনী।

প্রতিটি ব্যারাকে ৫টি করে মোট ৩৪০টি ইউনিট রয়েছে। যার প্রতিটিতে একটি করে গৃহহীন পরিবার বসবাসের উপযোগী করে নির্মিত হয়েছে।

প্রতিটি ব্যারাকে রয়েছে আলাদা রান্নাঘর এবং বাথরুমের সুবিধা।

নৌবাহিনীর নবনির্মিত এসব ব্যারাক হাউস নৌবাহিনী প্রধানের পক্ষে নৌবাহিনীর প্রতিনিধি স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সোমবার (৭ জুলাই) হস্তান্তর করেন।

এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাগেরহাট, ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চট্টগ্রাম, নোয়াখালী ও কক্সবাজার জেলায় ২৩৩টি প্রকল্পে ৪ হাজার ৫৬০টি ব্যারাক হাউজ নির্মাণ শেষে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সব ব্যারাকে আশ্রয় পেয়েছে ৩৪ হাজার ১৬৫টি গৃহহীন পরিবার।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts