সন্দ্বীপে গৃহবধূকে হত্যাচেষ্টা, গলা কেটে গুরুতর জখম – Chittagong News

সন্দ্বীপে গৃহবধূকে হত্যাচেষ্টা, গলা কেটে গুরুতর জখম – Chittagong News

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় গলা কাটা অবস্থায় শিউলী আকতার (৪৫) নামে এক গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিউলী আকতার উপজেলার রহমতপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী মশিউর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অজু করতে ঘরের বাইরে বের হলে কয়েকজন দুর্বৃত্ত শিউলীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে ছেলে বাইরে এসে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

সন্দ্বীপ থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন দাশগুপ্ত বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠাই। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যালে চিকিৎসাধীন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতার জেরে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts