সন্ত্রাসী হামলার শিকার দিতিকন্যা লামিয়া – DesheBideshe

সন্ত্রাসী হামলার শিকার দিতিকন্যা লামিয়া – DesheBideshe

সন্ত্রাসী হামলার শিকার দিতিকন্যা লামিয়া – DesheBideshe

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – নিজ বাড়িতেই হামলার শিকার হয়েছেন ঢাকাই সিনেমার প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া চৌধুরী।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হন তিনি। এসময় হামলাকারীরা তার গাড়ি ভাঙচুর করেছে ও পায়ে আঘাত করেছে।

হামলার পর ফেসবুক লাইভে এসে সাহায্য চাইতে দেখা যায় এই তারকাকন্যাকে।

তাৎক্ষনিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে প্রয়াত অভিনেত্রীর কন্যার ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন অবস্থান নেয় লামিয়ার বাড়িতে।

এ বিষয়ে লামিয়া জানান, জমি দখলের চেষ্টায় হামলা চালানো হয় আমার ওপরে। ওরা আমার পা ভেঙে দিয়েছে, কোনো রকম প্রাণ নিয়ে ঢাকায় ফিরছি।

ঘটনার পরপরই কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিতে দেখা যায় লামিয়াকে। যেখানে একটি স্ট্যাটাসে তিনি লেখেন, আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।

অপর একটি স্ট্যাটাসে লামিয়া লেখেন, আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নাই?

তবে তাৎক্ষনিকভাবে হামলাকারীদের নাম ও পরিচয় জানাননি দিতিকন্যা।

এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৫



Explore More Districts