সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল – Ajker Comilla

সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

আগস্ট ২৯, ২০২৪


সদর দক্ষিণে বন্যার পানি সরে যাওয়ায় ধীরগতি, প্রতিবন্ধকতায় অতিরিক্ত কচুরিপানা ও ভেসাল জাল – Ajker Comilla

সালাউদ্দিন সোহেল :

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন অঞ্চেলের বন্যা পরিস্থিতির অবনতির সাথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নেও দেখা দিয়েছে বন্যা।

উপজেলার বারপাড়া ইউনিয়ন, চৌয়ারা ইউনিয়ন ও পূর্বজোড় কানন ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম তলিয়ে গেছে পানির নিচে।

উপজেলার প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি ।গ্রাম গুলোর অনেকেই রয়েছেন অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোতে।

সারাদেশে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও সদর দক্ষিণের বন্যা পরিস্থিতির উন্নতিতে কিছুটা ধীরগতি।সদর দক্ষিণ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া গুইংগাজুড়ি খাল ও ডাকাতিয়া নদীতে জমে থাকা কচুরিপানা ও ভেসাল জালের কারণে পানি প্রবাহ ধীরগতি যার ফলে কুমিল্লার অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি হলেও সদর দক্ষিণ উপজেলায় বন্যা পরিস্থিতি উন্নতিতে ধীরগতি।

উপজেলা বিভিন্ন জায়গায় সরে জমিনে দেখা যায় এখনো খাল বিলের বিভিন্ন জায়গায় জমাট বেঁধে রয়েছে অতিরিক্ত কচুরিপানা। তাছাড়া অতি উৎসাহী মৎস্য প্রেমীরা তাদের ভেসাল জাল দিয়ে মৎস্য শিকারের মধ্য দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন পানি প্রবাহের।

যার ফলে উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি।সাধারন মানুষ মনে করেন উপজেলা প্রশাসন এ সমস্ত প্রতিবন্ধীকতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিলে আগামী এক সপ্তাহের মধ্যে বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হবে।
































আর পড়তে পারেন













Explore More Districts