সদর দক্ষিণের জোড়কানন হতে ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক – Ajker Comilla

সদর দক্ষিণের জোড়কানন হতে ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

ডিসেম্বর ১, ২০২২


news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের জোড়কানন এলাকা হতে ৩৮৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০১ ডিসেম্বর সকালে জোড়কানন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উলুরচর গ্রামের মৃত. ইদ্রিস মিয়ার ছেলে মোঃ শাহ আলম (৩৪) এবং একই থানার মতুরাপুর গ্রামের মৃত. আব্দুর রশিদের ছেলে জামাল হোসেন (৩৫)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
































আর পড়তে পারেন













Explore More Districts