সদরের পাঁচথুবীতে ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জন আটক – Ajker Comilla

সদরের পাঁচথুবীতে ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জন আটক – Ajker Comilla






















আজকের কুমিল্লা ডট কম :

ডিসেম্বর ২৫, ২০২১


সদরের পাঁচথুবীতে ককটেল, দেশীয় অস্ত্র ও বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জন আটক – Ajker Comilla

 

স্টাফ রিপোর্টার:

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা সদরের পাচথুবী ইউনিয়নের গোলাবাড়ি এলাকার জসিম ভুইয়ার বাড়িতে অভিযান চালিয়ে নির্বাচনী সহিংসতার জন্য এনে রাখা বিপুল পরিমান ককটেল, দেশীয় অস্ত্র এবং বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জনকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল শনিবার (২৫ ডিসেম্বর) সকালে পাচথুবী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের গোলাবাড়ি এলাকায় জসিম ভুইয়ার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৯টি ককটেল, ০৭টি রামদা, ০১ টি চাইনিজ কুড়াল এবং বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামাদিসহ ৭ জনকে আটক করে।

আটককৃত আসামীরা হলেন কুমিল্লা সদরের কাটাবির এলাকার উজির মিয়ার ছেলে মোঃ হৃদয় (২২), দৌলতপুর গ্রামের মোজ্জাফরের ছেলে মোঃ রিপন(২৮), চানঁপুর এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম (২৭), মুরাদপুর এলাকার হাসান মিয়ার ছেলে মোঃ জুয়েল (২৫), ঢুলিপাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে মোঃ রুবেল (২৬), কাপ্তান বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে ফজলুর রাব্বি (২৪) এবং বুড়িচং উপজেলার বুডবুড়িয়া এলাকার আব্দুল জলিলের ছেলে মাহমুদ উল্লাহ্্ (২৩)।

উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 
































আর পড়তে পারেন













Explore More Districts