
প্রভাত কুমার সাহা, সদরপুর
“গাছে গাছে ভরবো দেশ আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় ফরিদপুরের সদরপুর উপজেলার গ্রামীণ ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার দুপুরে গ্রামীণ ব্যাংক সদরপুর শাখা চত্ত্বরে ফরিদপুর জোনের সদরপুর এরিয়ার ১২টি শাখার সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরনের উদ্বোধন করা হয়। গাছের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন সদরপুর এরিয়া ম্যানেজার মোঃ মোকাদ্দেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর শাখা ব্যবস্থাপক রমেশ চন্দ্র রায়, রত্মগর্ভা ও সদরপুর বিআরডিবির চেয়ারম্যান মিসেস রহিমা খাতুন এবং গ্রামীণ ব্যাংকের শাখার কর্মীবৃন্দ। চলতি মৌসুমে গ্রামীণ ব্যাংক সদরপুর এরিয়ার ১২টি শাখার ৪২ হাজার ৭শত ৩৮ জন সদস্যদের মাঝে পর্যায়ক্রমে চারা বিতরণ করা হবে। এছাড়াও পার্শ্ববর্তী গ্রামীণ ব্যাংক মানিকদহ শাখার ৭ হাজার ৯ শত ৪০টি চারা সদস্যদের মাঝে বিতরণ করা হয়। আগামীতে গ্রামীণ ব্যাংকের একটি চলমান কর্মসূচীর আওতায় ৭ লক্ষ ৪৯ হাজার ৮ শত গাছের চারা রোপনের লক্ষ্যমাত্রা রয়েছে বলে গ্রামীণ ব্যাংক সদরপুর শাখার ব্যবস্থাপক রমেশ চন্দ্র রায় জানিয়েছেন।