চাঁদপুরে “আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫” উপলক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সার্কিট হাউজ থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “ডিজিটাল যুগে পরিবেশসংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দীন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দীন বলেন, “জনগণ তাদের প্রয়োজনীয় তথ্য ওয়েব পোর্টাল থেকে সহজেই যেন পেতে পারে সেজন্য দ্রুত উদ্যোগ গ্রহণ করবো। জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে তথ্যের উন্মুক্ততা অপরিহার্য। তবে কোন তথ্য দেওয়া যাবে আর কোনটা দেওয়া যাবে না তা তথ্য অধিকার আইনেই নির্ধারণ করা আছে। সত্য উন্মোচনের স্বার্থে তথ্য চাইলে আমরা দিতে পারবো, তবে অপ্রাসঙ্গিক তথ্য চাওয়ায় অনেক সময় বিব্রত হতে হয়। সাধারণ জনগণকে তথ্য প্রাপ্তির অধিকার সম্পর্কেও সচেতন হতে হবে।”
তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি প্রতিষ্ঠানের ওয়েব পোর্টাল হালনাগাদে তিনি নির্দেশনা দেবেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান রনি বলেন, “তথ্য প্রদানের ক্ষেত্রে সচেতন হতে হবে, যাতে কোনো তথ্য সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টি না করে। তথ্য হালনাগাদ করা আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, জেলা তথ্য অফিসার তপন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন এবং সাংবাদিক ফারুক আহমেদ। ওয়েব পোর্টাল স্টাডির তথ্য উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানা।
সনাক সভাপতি মোঃ আলমগীর পাটওয়ারী সার্বজনীন তথ্য অধিকার, স্বচ্ছতা ও জন-অংশগ্রহণ নিশ্চিতকরণে টিআইবি’র বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— তথ্য কমিশনকে ঢেলে সাজানো, আইন যুগোপযোগী করা, রাজনৈতিক দলকে তথ্য অধিকার আইনের আওতায় আনা, ওয়েবসাইটে সময়মতো আয়-ব্যয়ের তথ্য প্রকাশ, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসহ সাংঘর্ষিক আইন সংস্কার, ডিজিটাল টুলস সহজলভ্য করা, তথ্য প্রাপ্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং ব্রেইলসহ সবার জন্য ওয়েবসাইটে তথ্যপ্রবাহ নিশ্চিত করা।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থী, সনাক-টিআইবি সদস্য, ইয়েস গ্রুপ ও এসিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৮ সেপ্টেম্বর ২০২৫