রাস্তায় কুড়িয়ে পাওয়া ৬ লক্ষ ৪৪ হাজার টাকা ও ব্যাংকের ক্রেডিট কার্ডসহ একটি ব্যাগ ফেরত দিয়ে সততার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন ফেনীর এক কলেজ শিক্ষার্থী।
তার নাম নিজাম উদ্দিন (১৮)। সে ফুলগাজী হাজী মনির আহমদ ডিগ্রী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ও উপজেলার জি এম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের বাসিন্দা।
নিজাম জানান, সোমবার ছাগলনাইয়া থেকে ফেরার পথে রাস্তার পাশে একটি ব্যাগ কুড়িয়ে পান তিনি। মঙ্গলবার সকালে তার শিক্ষক দেবাশীষ দাসকে বিষয়টি অবহিত করলে, তিনি ব্যাংকের পরামর্শে প্রকৃত মালিক খোঁজ করতে বলেন।
পরে ইসলামী ব্যাংকের তথ্য অনুযায়ী প্রকৃত মালিক খুঁজে পান নিজাম উদ্দিন এবং সম্পূর্ণ টাকা ফেরত দেন। খবর পেয়ে মঙ্গলবার বিকালে নিজাম কে পরিষদে ডেকে পুরষ্কৃত করেন জি এম হাট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রতন।
চেয়ারম্যান জানান, সম্পূর্ণ টাকা ফেরত দেয়ার পর টাকার মালিক পুরষ্কার হিসেবে কিছু টাকা দিতে চাইলেও নিজাম গ্রহণ করেনি।
চেয়ারম্যান আরো বলেন, সততার এক উজ্জল দৃষ্টন্ত স্থাপন করে নিজাম উদ্দিন আমাদের জি এম হাট ইউনিয়নকে গর্বিত করেছেন।
রি-এসএম/ইভূ