সড়ক দূর্ঘনায়  চরফ্যাশনের পুলিশ অফিসারের মৃত্যু

সড়ক দূর্ঘনায়  চরফ্যাশনের পুলিশ অফিসারের মৃত্যু

১৫ May ২০২৪ Wednesday ১২:০৮:০৩ AM

Print this E-mail this


চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি :

সড়ক দূর্ঘনায়  চরফ্যাশনের পুলিশ অফিসারের মৃত্যু

চরফ্যাশন উপজেলার আবুবক্কর গ্রামের এ এস আই মোসলে উদ্দিন মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় তার নিজ বাড়ীর চত্বরে জানাযার নামাজ শেষে পরিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, ১২ এপ্রিল বেলা ১১টায় তিনি সড়ক দূর্ঘনায় আহত হয়। তাকে ঢাকা উন্নত চিকিৎসার জন্যে নেয়া হলে সোমবার বিকালে সে মারা যান। মঙ্গলবার সকাল ৯টায় তাকে দাফন করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts