সখীপুরে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট – News Tangail

সখীপুরে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট – News Tangail

সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে স্কুল শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাড়ির তত্ত্বাবধায়ককে বেঁধে রেখে ডাকাতরা নগদ ২ লক্ষ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পরপরই টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার রাত আটটায় উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শিক্ষক নাজমুলের বাবা তারাবির নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে যান। বাবা বয়ঃ বৃদ্ধ হওয়ায় তার মাও উনার সাথে যান। এ সময় তত্ত্বাবধায়ক একা বাড়িতে ছিলেন এই সুযোগে রাত আটটার দিকে ৭-৮ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে তত্ত্বাবধায়ককে খুটির সাথে বেঁধে রেখে ঘরের দরজা ভেঙে, ভেতরে প্রবেশ করে প্রায় দুই লক্ষ নগদ টাকা, তিন-চার ভরি স্বর্ণালংকার লুট করে এবং ঘরে থাকা ওয়ারড্রব, আলমারি, সুকেছ সবকিছুর তালা ভেঙে লন্ডভন্ড করে। ৩০-৪০ মিনিটব্যাপী তাদের এই তাণ্ডব চলে। ডাকাতরা নির্বিঘ্নে বাড়ি থেকে বেরিয়ে গেলে বাড়ির পার্শ্ববর্তী মসজিদে ডাকাতির ঘটনা ঘোষণা হওয়ার পর এলাকার লোকজন এগিয়ে আসে। এ ঘটনায় শিক্ষক নাজমুল হুদা বাদী হয়ে সখীপুর থানায় ডাকাতি মামলা করেছেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার মুহাঃ শরীফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও গোয়েন্দা সংস্থার কয়েকটি টিম।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts