নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা মৌন মিছিল করেছে। আজ রোববার বিকেলে তারা এ কর্মসূচি পালন করে। টাঙ্গাইল-৮ (সখীপুর- বাসাইল) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের গণসংবর্ধনা নিয়ে দৈনিক প্রথম আলোতে সংবাদ প্রকাশের জেরে আজ দুপুরে সখীপুর প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি ইকবাল গফুরের কুশপুত্তলিকা দাহ করে। এর প্রতিবাদে সখীপুর প্রেসক্লাব মৌন মিছিলের কর্মসূচি পালন করা হয়।
জানা যায়, শনিবার দৈনিক প্রথম আলোতে শিক্ষকের টাকায় সংবর্ধনা শিরোনামে তথ্যভিত্তিক ও বস্তুনিষ্ঠ একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর এমপিওভূক্ত প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সখীপুর মুখতার ফোয়ারা চত্বরে প্রতিবাদ সভা ও সাংবাদিকের কুশপুত্তলিকা দাহ করে। সখীপুর প্রেসক্লাবের সভাপতি বিরুদ্ধে এ ধরনের ন্যক্কারজনক কর্মসূচি পালন করায় প্রেসক্লাবের এক জরুরি সভা ডাকা হয়। সভায় মানববন্ধনকারীদের প্রতি নিন্দা জ্ঞাপন করে প্রতিবাদে মৌন মিছিলসহ নানা কর্মসূচির সীদ্ধান্ত গৃহীত হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।