নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সখীপুরে সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ( হাবিলদার) নিহত হয়েছেন। মঙ্গলবার ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সখীপুর – ঢাকা সড়কের বোয়ালী প্যাট্রুলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত মামুদ আলীর ছেলে। নিহতের ভাই আলম মিয়া সিরাজুল ইসলামের নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য (হাবিলদার) সিরাজুল ইসলাম বাদ মাগরিব নিজ গ্রাম বেড়বাড়ী থেকে মোটরসাইকেল যোগে বর্তমান কর্মস্থল ঘাটাইলের সাগরদিগী বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফ্যাক্টরিতে যাওয়ার পথে সখীপুর ঢাকা সড়কের বোয়ালী প্যাট্রুলপাম্প এলাকায় পৌঁছায়। এ সময় বিপরিতদিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক মোঃ ফরিদ হোসাইন বলেন, হাসপাতালে আনার আগেই সিরাজুল ইসলামের মৃত্যু হয়।
সখীপুর থানার ওসি শেখ শাহীনুর রহমান বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করে পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।