সখীপুরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর আসামী গ্রেপ্তার দাবিতে মানববন্ধন। – News Tangail

সখীপুরে বাড়ি-ঘরে হামলা ভাঙচুর আসামী গ্রেপ্তার দাবিতে মানববন্ধন। – News Tangail

oplus_0

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর পরিবারের সদস্যদের মারধর কারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১২ এপ্রিল শনিবার সকাল ৯ টায় সখীপুর উপজেলার লাঙুলিয়া বাজারে গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ আরিফুল ইসলাম, আবদুর রহিম মিয়া এবং ভুক্তভোগী বকুল মিয়া প্রমূখ।

প্রসঙ্গতঃ গত মঙলবার উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বকুল মিয়ার বাপ-দাদার ভীটে মাটি জোর করে দখলের চেষ্টা করে মামা সিদ্দিক মেম্বারের স্ত্রী ও সন্তানরা। এসময় বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধর করে করে। এ বিষয়ে ভুক্তভোগী বকুল মিয়া সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts