টাঙ্গাইলের সখীপুরে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার উপজেলার কালিয়ানপাড়া গুডনেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপি এ ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে গুডনেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপির ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, সিডিপি চেয়ারপার্সন আবদুর রউফ, সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, কামাল হোসেন প্রতিষ্ঠানের হেলথ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ, শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় গাইনী, স্ত্রী রোগও প্রসুতি রোগ বিশেষজ্ঞ ডাঃ সুচিত্রা নাথ , নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ হারুন অর রশীদ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাঃ অরিন আকসী সামী দিন ব্যাপি স্থানীয় প্রায় দুই শতাধিক রোগীকে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করেন।

