সখীপুরে জমি নিয়ে বিরোধে আপন বড় ভাইকে কুপিয়েছে ছোট ভাই ও তার স্ত্রী সন্তানরা। আদালতে মামলা – News Tangail

সখীপুরে জমি নিয়ে বিরোধে আপন বড় ভাইকে কুপিয়েছে ছোট ভাই ও তার স্ত্রী সন্তানরা। আদালতে মামলা – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে পৈত্রিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আপন বড় ভাই আবদুল বাছেদকে (৫৫) দা দিয়ে কুপিয়েছে ও শাবল দিয়ে পিটিয়েছে ছোট ভাই ও তার স্ত্রী সন্তানরা। গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাকড়জান ইউনিয়নের হেঙ্গারচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কাকড়জান ইউনিয়নের হেঙ্গারচালা গ্রামের মৃত আক্কেল আলীর বড় ছেলে আবদুল বাছেদ ও তার ভাইদের মাঝে পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ঘটনার দিন আবদুল বাছেদ তার পৈত্রিক জমিতে গাছ লাগাতে গেলে ছোট ভাই আবদুল হামিদ, তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অতর্কিত তার উপর হামলা চালায়। এ সময় তারা আবদুল বাছেদকে দা দিয়ে কুপিয়ে ও লোহার শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় । তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হামলায় তার মাথায় ৬টি শেলাই করা হয়েছে এবং ডান হাতের কবজি ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। মাখাসহ সারা শরীরের আঘাতের ফলে তিনি আর উঠতে বসতে পারছেন না অচেতন অবস্থায় এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এ ঘটনায় গত ৭ মার্চ আবদুল বাছেদের ছেলে মোঃ নাছির উদ্দিন বাদী হয়ে চাচা আবদুল হামিদ (৪৮) ও স্ত্রী শেফালী বেগম (৪০), তার ছেলে আল আমীন (২৩) এবং মেয়ে হামিদা বেগমকে (২৬) আসামী করে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখিপুর আদালতে ( সি আর ১৯৮) মামলা করেন। মামলায় আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলেও আসামীদের ধরছেন না পুলিশ এমনটি অভিযোগ ভূক্তভোগী পরিবারে।

মামলার বাদী আবদুল বাছেদের ছেলে মোঃ নাছির উদ্দিন তার বাবাার উপর হামলাকারীদের অভিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি শেখ শাহীনুর আলম বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts