সখীপুরে ছেলেদের বিরুদ্ধে সৎ মায়ের বসতবাড়িতে হামলা ও ঘর ভেঙ্গে দেওয়ায় থানায় অভিযোগ – News Tangail

সখীপুরে ছেলেদের বিরুদ্ধে সৎ মায়ের বসতবাড়িতে হামলা ও ঘর ভেঙ্গে দেওয়ায় থানায় অভিযোগ – News Tangail

নিজস্ব প্রতিনিধিঃটাঙ্গাইলের সখীপুর ছেলেদের বিরুদ্ধে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মৃত্যুর হুমকি দেওয়ায় অভিযোগে থানায় ডায়েরি করেছেন সৎ মা। বুধবার ছোট চওনা মন্ডল বাড়িতে মৃত মোঃ আফছার আলী মন্ডলের ১ম পক্ষের সন্তান কর্তৃক সৎ মা সূর্য ভানুর বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, মৃত মোঃ আফছার আলী মন্ডলের দেয়া ৮ শতাংশ জমির ওপর দ্বিতীয় স্ত্রী সূর্য ভানু তার ছেলে মেয়েদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বুধবার কথা কাটাকাটির এক পর্যায়ে আফছার আলীর প্রথম পক্ষের সন্তান মোবারক মন্ডল নাতি মালেক মন্ডল (২৬) এবং রবিউল মন্ডল (১৯) মিলে তাদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করতে বাড়ি ঘর ভাঙচুরসহ বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেয়। পরে ওইদিন বিকেলে সখীপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে ডায়েরি করেছেন সৎ মা সূর্য ভানু।
সূর্য ভানু বলেন, আমার স্বামী আমাকে ৮ শতাংশ জায়গা লিখে দিয়ে গেছেন যেখানে আমার (স্বামী জীবিত অবস্থায়) আমি ছেলে মেয়ে নিয়ে বসবাস করে আসছি। প্রথম পক্ষের (সতীনের সন্তান) প্রতি নিয়ত ওই বসতভিটা দখল নিতে নানাভাবে ভাবে ভয় ভীতি দেখায়। আমার দুই ছেলে সৌদি আরব প্রবাসী বাড়িতে দুই পুত্র বঁধু ও আমি প্রতিদিন ভয়ের মধ্যে থাকি। আজও বাড়িতে এসে রান্না ঘরসহ বাড়ির বেড়া ভাঙচুর করেছে।

এ বিষয়ে অভিযুক্ত মোবারক মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মুলত আমার বাবার দ্বিতীয় স্ত্রী সূর্য ভানু ও তার দুই পুত্র বঁধু যে বাড়িতে হামলা ও হুমকির অভিযোগ করছেন তা সবই মিথ্যে। তারা নিজরাই বাড়ির গাছ বিক্রি করেছেন এবং সেই গাছ পড়ে গিয়ে তাদের রান্না ঘরের ছাপড়া ভেঙ্গেছে। আমরা কেউ তাদের কোন হুমকি দেয়নি,আমাদের পৈতৃক সম্পত্তির কিছু ঝামেলা আছে। এই জমির বিরোধ নিষ্পত্তি হলেই সব ঠিক হয়ে যাবে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts