এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতার বোন সালমা আক্তার বাদী হয়ে রোববার রাতে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা দায়ের করেছেন। ওই রাতেই অভিযুক্ত রফিক (৪৯) ও লিটন (৫০) নামের দুই আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ধর্ষিতা ও তার বোন সালমা বেগম বলেন, গত বুধবার (৯ জুলাই) রাতে শাশুরির সাথে ঝগড়া করে স্বামীর বাড়ি উপজেলার সিলিমপুর গ্রাম থেকে বাবার বাড়ি কৈয়ামধু গ্রামে যাওয়ার পথে বগার বাইদ এলাকায় ওই দুই ব্যক্তি ধর্ষিতার গতিরোধ করে। সে একা যাচ্ছে তাই বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আশ্বস্ত করে তাকে মোটর সাইকেলের তুলে নেয়। এরপর রাত প্রায় ২ টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মোটর সাইকেল নিয়ে ঘুরে বগার বাইদ এলাকার আশেপাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় চার দিন পর রোববার রাতে ধর্ষিতার বোন সালমা আক্তার বাদী হয়ে সখীপুরে থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ দুই আসামীকে গ্রেপ্তার করে।
সখীপুরে থানার ওসি (তদন্ত) প্রবাস চন্দ্র বসু বলেন, অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত লিটন উপজেলার গড়গোবিন্দপুর এলাকার বাচ্চু মিয়ার ও রফিক একই এলাকার বুজরত আলীর ছেলে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।