সখীপুরে গৃহবধূকে চেম্বারে ধর্ষণ, চিকিৎসকের নামে মামলা – News Tangail

সখীপুরে গৃহবধূকে চেম্বারে ধর্ষণ, চিকিৎসকের নামে মামলা – News Tangail

সখীপুরে গৃহবধূকে চেম্বারে ধর্ষণ, চিকিৎসকের নামে মামলা – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে পল্লী চিকিৎসকের চেম্বারে এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে উঠেছে। ওই চিকিৎসকের নাম মঞ্জুরুল ইসলাম মজনু (৫১)। সে উপজেলার মহানন্দপুর গ্রামের আজহার আলীর ছেলে এবং ওই বাজারের মাহমুদা ফার্মেসীর স্বত্বাধিকারী। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ইফতারের পর ওই গৃহবধূ (৪২) শারীরিকভাবে অসুস্থ হলে চিকিৎসক মজনু মিয়ার চেম্বারে আসেন। ওই চিকিৎসক তারাবী নামাজের পর তাকে চিকিৎসা দিবেন বলে চেম্বারে বসতে বলেন। গৃহবধূ জানায়, তারাবী নামাজ একটু সময় লাগলেও ওই চিকিৎসক খুব দ্রুত নামাজ শেষ করে চলে আসে। দোকানে এসে সার্টার নামিয়ে স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে আমাকে ধর্ষণ করে।

দুই সন্তানের জননী ওই গৃহবধূ আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত ওই চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখায়। আমি শারীরিক ভাবে অসুস্থ হলে পরিবারের কাছে বিষয়টি জানাই। আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

তবে অভিযুক্ত পল্লী চিকিৎসকের পরিবার জানায়, তাকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এম সাইফুল ইসলাম শাফলু

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts