এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে লাবিব গ্রুপের পক্ষ থেকে ২০৫ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। ১১ আগস্ট (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচি পালন করা হয়। লাবিব গ্রুপ এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি’র সভাপতিত্বে লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাহ উদ্দিন আলমগীর রাসেল প্রধান অতিথি হিসেবে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৫জন এ প্লাস পাওয়া কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ ১০ হাজার করে টাকা ও ক্রেস্ট তুলে দেন। এ সময় অন্যদের সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা, সাবেক সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেন, লাবিব গ্রুপের ডিএমডি মাহবুবুল আলম মনির, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ , একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।