সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ – News Tangail

সখীপুরে এক সেনা সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে উজ্জ্বল দেওয়ান নামের এক সেনা সদস্যের ( সার্জেন) বিরুদ্ধে প্রতিবেশী এক যুবতীকে যৌন হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ১৯ এপ্রিল সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল দেওয়ান (৪০) উপজেলার আদানি ভূয়াইদ গ্রামের হেলাল দেওয়ান এর ছেলে। সে বগুড়া ক্যান্টনমেন্ট এ বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন পদে কর্মরত। বর্তমানে ২ মাসের ছুটিতে তিনি গ্রামের বাড়িতেই অবস্থান করছেন ।

জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টায়, সার্জেন উজ্জ্বল দেওয়ান তার ১ বছরের বাচ্চা কোলে নিয়ে প্রতিবেশী লাল মাহমুদের বাড়িতে গিয়ে লাল মামুদের মেয়েকে একা পেয়ে জোরপূর্বক তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। তার এহেন আচরণে মেয়েটি উচ্চাস্বরে কান্না শুরু করলে উজ্জ্বল দেওয়ান দ্রুত সেখান থেকে সটকে পড়েন। এ সময় তার মা ও বাবা বাড়ির বাহিরে ছিলেন।
সন্ধ্যায় বাবা মা বাড়িতে ফিরে মেয়েকে কান্না করতে দেখে, কী হয়েছে জানতে চাইলে মেয়েটি তাদের কাছে সব খুলে বলে।
এ ঘটনার পরের দিন গত ২০ এপ্রিল সকালে ভুক্তভোগীর বাবা লাল মামুদ বাদী হয়ে অভিযুক্ত সেনা সদস্য উজ্জ্বল দেওয়ানকে আসামী করে সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মামলার বাদী লাল মামুদ বলেন, ঘটনা ধামাচাপা দিতে উজ্জ্বল দেওয়ান তার লোকজন নিয়ে আমার বাড়িতে এসে প্রাননাশের হুমকি দিয়ে গেছে। আমি আমার পরিবার নিয়ে এখন নিরাপত্তা হীনতায় ভুগছি।

এ ব্যাপারে সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন বলেন এ ঘটনায় পুলিশি তদন্ত হয়েছে। ওই মেয়েটি ছাড়া আর কোন স্বাক্ষী নাই বিধায় আমলে নেয়া যাচ্ছে না।

এলাকার সচেতন মহল বলছেন-দ্রুত আসামীকে গ্রেফতার করে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক।যেন আর কোন মেয়েকে নিজ বাড়িতে শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হতে না হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts