সখীপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার – News Tangail

সখীপুরে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে তরফ আলী(৪৫) নামের এক গরু ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ জুন) উপজেলার কালিয়ান পাড়া ৭ নং ওয়ার্ডের বুরহান উদ্দিন মার্কেটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত তরফ আলী ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে।

পরিবারসূত্রে জানা যায়,  বুধবার ২৫ জুন  সন্ধ্যা ৭ টার দিকে তরফ আলী বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেন।

বৃহস্পতিবার  সকালে বাড়ি থেকে ১০০ মিটার দূরে কাঁঠাল গাছের সাথে তরফ আলীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয় । পরে সখীপুর থানা  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই বোরহান উদ্দিন জানান, আমার ভাইয়ের সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী তোফাজ্জল হোসেনের বিরোধ চলছিলো। তারা বিভিন্ন সময় আমার ভাইকে হুমকি ধামকি দিতো। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে।

এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে   ময়নাতদন্তের টাঙ্গাইল মর্গে পাঠানো হবে।  প্রতিবেদন আসলেই  জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts