গত ৩ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার কালিয়া ঘোনারচালা ও দামিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গরুর মালিক আবুল হাশেম জানান, রাতে গরুকে খাবার দিয়ে ঘুমাতে চলে যান তিনি। পরে ভোররাতে চাচাতো ভাই আলাউদ্দিনের চিৎকার শুনে এসে দেখেন তাঁর সব গরু চুরি হয়ে গেছে।
তিনি জানান, গোয়াল ঘরে থাকা একটি ষাড়, একটি গাভী ও একটি বকনা বাছুর সহ মোট ৩ টি গরু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
একই বাড়ির আলাউদ্দিনের গোয়াল ঘর থেকেও তিনটি চুরির ঘটনা ঘটে।
এদিকে একই রাতে উপজেলার দামিয়াপাড়া এলাকায় আ: কাদের ড্রাইভারের বাড়ি থেকে দুইটি ষাড় গরু চুরির ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, চুরি হওয়া আটটি গরুর মূল্য আনুমানিক আট থেকে নয় লাখ টাকার মতো হবে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে
সখীপুর থানার এসআই মোশারফ হোসেন জানান, গরু চুরির ঘটনাটি অবগত হয়েছি। এ বিষয়ে এলাকাবাসীর আরো সচেতন থাকতে হবে। পুলিশি টহল আরো জোরদার করা হবে বলেও তিনি জানান।