সখীপুরে আইনশৃঙ্খলা অবনতি ওসি প্রত্যাহার চেয়ে এলাকাবাসীর মানবন্ধন – News Tangail

সখীপুরে আইনশৃঙ্খলা অবনতি ওসি প্রত্যাহার চেয়ে এলাকাবাসীর মানবন্ধন – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চুরি,ডাকাতি, ছিনতাই, ধর্ষণসহ নানা অপরাধ বেড়ে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি হওয়ায় ওসি প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকেল চারটায় সখীপুর-ঢাকা সড়কের প্রতীমাবংকী গ্রামের শোলাপ্রতীমা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্ধা,ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
স্থানীয় ইউপি সদস্য মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে দাড়িয়াপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি শাহআলম সিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আইন বিষয়ক সম্পাদক সিরাজ সিদ্দিকী,৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাছুদ রেজা, কৃষক শ্রমিক জনতালীগ নেতা নাছিম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সখীপুরে গত কয়েক মাস ধরে অব্যাহত চুরি,ডাকাতি, খুন, ছিনতাই,ধর্ষণ,জমি দখল, ইভটিজিং, অপহারণসহ নানা ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলার এহেন অবনতিতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়ী করে  অবিলম্বে তার প্রত্যাহারের দাবি জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts