সখীপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাউল হানিফের ওরশ বন্ধ – News Tangail

সখীপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাউল হানিফের ওরশ বন্ধ – News Tangail

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ভক্তের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বাউল এম এ হানিফ সরকারের বাৎসরিক ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ। বিষয়টি সোমবার নিশ্চিত করে সখীপুর থানা।

গাজীপুরের বাসন থানার এক নারী অভিযোগে জানান, প্রায় ১০ বছর আগে মুরিদ হওয়ার পর থেকেই হানিফ বাউল তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন। তার দাবি, এর কারণে দুটি সংসার ভেঙে গেছে।

অভিযোগের বিষয়ে হানিফ বাউলকে ফোন করা হলে তিনি কল কেটে দেন।

সখীপুর থানার ওসি জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ও প্রশাসনের অনুমতি না থাকায় মেলাটি বন্ধ করা হয়েছে। অভিযোগটি বাসন থানায় স্থানান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts