১৫ জুন ২০২১ মঙ্গলবার ৯:৩৫:৫২ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো:ইউনুস বলেছেন,বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় আসার কারণেই দেশের প্রতন্ত অঞ্চল থেকে ধারাবাহিক উন্নয়ন হচ্ছে।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলস ভাবে কাজ করতে হবে। পাশাপাশি বাকেরগঞ্জের গারুড়িয়া ও রঙ্গশ্রী ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভােট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
তাই আগামী ২১ জুন সোমবার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী এএসএম জুলফিকার হায়দার ও রঙ্গশ্রী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বশির কে নৌকা মার্কায় ভােট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সোমবার (১৪ জুন) বিকেলে বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ মাঠে আয়োজিত গাড়ুলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ এস এম জুলফিকার হায়দারের সমর্থণে ৭ নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
এছাড়াও উঠান বৈঠকে আরো বক্তৃতা করেন,বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল আলম চুন্নু, সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান হোসেন ডাকুয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান ও সকলের কাছে ভোট প্রার্থণা করে বক্তৃতা করেন গারুড়িয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এএসএম জুলফিকার হায়দার সহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এরপরে প্রধান অতিথি তালুকদার মোঃ ইউনুস রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মোঃবশির উদ্দিন শিকদারের সমর্থনে ৮ নং ওয়ার্ডে উঠান বৈঠকে বক্তৃতা করেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |